ক্রীড়া ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে চলমান স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদরা ১৬টি স্বর্ণপদক পেয়েছেন। এ পর্যন্ত বাংলাদেশ ১৬ স্বর্ণের পাশপাশি ৭টি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে।
এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১৩৯ সদস্যের বাংলাদেশ দল। এর মধ্যে ১১ ডিসিপ্লিনে ১০৩ জন ক্রীড়াবিদ এবং বাকিরা অফিসিয়াল।
স্পেশাল অলিম্পিকে বাংলাদেশসহ মোট ১৭০টি দেশের আ্যাথলেটরা অংশ নিচ্ছেন দৌড়, সাঁতার, বৌছি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল (নারী), হ্যান্ডবল (পুরুষ সমন্বিত), ফুটবল (নারী ও পুরুষ সমন্বিত), ভলিবল ও বাস্কেটবল (সমন্বিত) ইভেন্টে।
বাংলাদেশ সাঁতারে পাঁচটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ, বৌছিতে ৪টি স্বর্ণ, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টনে দুটি করে স্বর্ণ, দৌড়ে চারটি রৌপ্য এবং বাস্কেটবল খেলায় ১টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
প্রতিযোগিতা শেষে শুক্রবার রাতে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।