লাইফস্টাইল ডেস্কঃ
ত্বককে রোদ থেকে বাঁচাতে পর্যাপ্ত এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে হয়। তবে মেইকআপ করার পরেও সানস্ক্রিন ব্যবহার করতে চাইলে কী করবেন?
সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে মেইকআপের পরে সানস্ক্রিন ব্যবহারের পন্থা এখানে দেওয়া হল।
রোদের মধ্যে বা বাইরে দুই ঘণ্টার বেশি থাকলে বারবার সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
বিউটি ব্লেন্ডারের সাহায্যে সহজেই একাজ করা যায়। কয়েক ফোঁটা সানস্ক্রিন বিউটি ব্লেন্ডারে নিয়ে তা হালকা চেপে চেপে মুখের ত্বকে লাগান।
এমনভাবে চাপ দিয়ে লাগাবেন যেন মেইকআপ নষ্ট না হয়। ত্বক ধীরে ধীরে তা শুষে নেবে।
সানস্ক্রিন ব্যবহারে মেইকআপ হালকা হয়ে গেলে চাইলে আবার পরে ব্লাশ ও ব্রোঞ্জার লাগিয়ে নিতে পারেন।
এতে মেইকআপ আগের মতোই সুন্দর থাকবে ও ত্বকও রোদ থেকে রক্ষা পাবে।
সূত্রঃ বিডিনিউজ