নিউজ ডেস্কঃ
কক্সবাজারের মহেশখালীতে ইটভর্তি পিকআপভ্যান খাদে পড়ে দুই শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ‘মাতারবাড়ী সড়কের ধারাখাল মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।
নিহতরা হলেন মাতারবাড়ী ইউনিয়নের ফুলজান মোরা এলাকার আব্দুল করিমের ছেলে মো. শেকাব উদ্দিন (৩০) এবং একই ইউনিয়নের মাঝের ডেইল এলাকার নাছির উদ্দিনের ছেলে মোহাম্মদ মামুন (২২)।
আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি ওসি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ইটভর্তি একটি পিকআপ মাতারবাড়ী স্টেশনে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি নির্বাচনী প্রচারণার গাড়িকে পাশ কাটাতে গিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে ৭/৮ জন চাপা পড়ে।”
শেকাব ঘটনাস্থলেই মারা যান। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মারা যান মামুন।
ওসি বলেন, আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।