অনলাইন ডেস্কঃ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খুব ভালো। জাতীয় নির্বাচন ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন একপেশে ও গুটিকতক সংস্থার দ্বারা প্রভাবিত হওয়ায় তাদের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, অন্য দেশের সমালোচনা করার আগে যুক্তরাষ্ট্রকে নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া প্রয়োজন। সেখানে প্রায় ২৩ লাখ লোক কারাগারে আছে। বিশ্বের যে কোনো দেশের জনসংখ্যার অনুপাতে এটি সর্বোচ্চ।
এ প্রতিবেদন দু’দেশের সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। এছাড়া প্রতিবেদনের বিরুদ্ধে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছে।
তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), অধিকারসহ কয়েকটি প্রতিষ্ঠানের দ্বারা প্রভাবিত হয়ে তাদের তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র প্রতিবেদনটি তৈরি করেছে। তাদের তথ্য নিয়ে প্রতিবেদন করলে তা একপেশেই হবে।
জাতীয় নির্বাচনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচন দেশের অতীতের যেকোনো সাধারণ নির্বাচনের তুলনায় শান্তিপূর্ণ ও উৎসবমূখর ছিল। তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রচারণায় ছিল না। বিএনপি প্রথম দিকে ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দিয়েছিল যেটি বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন দেওয়ার ইতিহাসে রেকর্ড। এ বিষয়গুলো যুক্তরাষ্ট্রের এ প্রতিবেদনের মধ্যে আসেনি।