সোয়েব সাঈদ:
রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি রতন মল্লিক, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক ও রামু থিয়েটারের সভাপতি তাপস মল্লিকের মাতা কমলা মল্লিক (৭৭) বৃহষ্পতিবার, ২৩ জুন রাত আটটা ২০ মিনিটে কক্সবাজার জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কমলা মল্লিক ব্যবসায়ী স্বর্গীয় জিতেন্দ্র মল্লিকের সহধর্মিনী। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে রেখে যান।
শুক্রবার, ২৪ জুন সকাল দশটায় রামু শ্রীকুলস্থ কেন্দ্রিয় মহাশ্মশানে পরলোকগত কমলা মল্লিকের অন্তোষ্ট্যিক্রিয়া সম্পন্ন করা হবে।
সাংসদ কমল সহ বিভিন্ন মহলের শোক
রামু উপজেলা স্বেচ্ছাবেকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের মাতা কমলা মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এক শোক বার্তায় তিনি কমলা মল্লিকের বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং শোকাহত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরো শোক প্রকাশ করেছেন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক আবু বক্কর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মিজানুর রহমান, রামু থিয়েটার এবং শব্দায়ন আবৃত্তি একাডেমী রামু উপকেন্দ্রের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বিভিন্ন মঠ ও মন্দির কমিটির শোক
রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পুরোহিত সজল ব্রাহ্মন চৌধুরী, উপদেষ্টা মাস্টার সুনীল শর্মা, মাষ্টার প্রিয়তোষ চক্রবর্তী পিন্টু, মাষ্টার জয়ন্ত ধর, বটু ধর, ডা. পুলক ধর, কৃষ্ণ দাশ, দিলীপ দেওয়ানজী,
রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট দিলীপ ধর, সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার, অর্থ সম্পাদক বিজয় ধর, স্বদীপ শর্মা, রামু উপজেলা সৎসঙ্গের পুরোহিত সহঃপ্রতিঃঋত্বিক ডা. বিনয় কৃষ্ণ ধর, প্রধান উপদেষ্টা ডা. দুলাল চন্দ্র পাল, ডা. আশুতোষ চক্রবর্তী মন্টু, বিদ্যুৎ পাল স্বপন, সভাপতি সুশান্ত পাল বাচ্চু, সহ সভাপতি রতন দেওয়ানজী, সাধারণ সম্পাদক প্রদীপ ভট্ট্রাচার্য, অর্থ সম্পাদক তপন ঘোষ, সাংগঠনিক সম্পাদক অনিল পাল, অরুন ধর, রতন ধর, রামু উপজেলা স্বস্থি পরিষদের সভাপতি ডা. সুজন নাথ, সাধারণ সম্পাদক আশীষ শর্মা, অর্থ সম্পাদক দেবু চৌধুরী, রামু শংকর মঠ ও মিশনের সভাপতি মাষ্টার অনিল শর্মা (সাবেক এটিও), সাধারণ সম্পাদক মিরন দাশ, প্রমূখ।