প্রেস বিজ্ঞপ্তিঃ
বিদগ্ধ ইসলামী শিক্ষাবিদ, লেখক ও গবেষক, মাসিক আত-তাওহীদ সম্পাদক ড. আ. ফ. ম খালিদ হোসেন বলেছেন, মাদক ও অপরাধ প্রবণতা মানুষের নৈতিক চরিত্র ও জীবনীশক্তিকে নিঃশেষ করে দেয়। ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই মাদকাসক্তিসহ যাবতীয় অপরাধের ভয়াল ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ২৫ মার্চ’ উখিয়ার পাগলির বিল ও রামু খুনিয়া পালং ইউনিয়নের ছাদিরকাটায় পৃথক দুটি দ্বীনি মাহফিলে প্রধান বক্তার আলোচনায় একথা বলেন।
তিনি সন্ত্রাস, মাদক ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ওলামা,ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রয়াস নিয়ে এগিয়ে আসার আহবান জানান। মাহফিলে তিনি ইসলাম, দেশ ও জাতির কল্যাণ- সমৃদ্ধি কামনা করে আলাহ তায়ালার দরবারে বিশেষ মুনাজাত করেন।