আব্দুল হামিদঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির ২টি সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে এক টানা ভোট গ্রহন চলে।
বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখায় অবিভাবক পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে। এই নির্বাচনে সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম আম প্রতীক নিয়ে ২৯৬ ভোট ও মাষ্টার আব্দুল মাবুদ ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ৩৩২ ভোট পেয়ে অবিভাবক সদস্য নির্বাচিত হয়েছে এবং মহিলা শিক্ষক প্রতিনিধি পদে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের (প্রভাষক) মোমেনা ইয়াছমিন ০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
অপর দিকে কলেজ শাখায় অভিভাবক সদস্য পদে জলিলুর রহমান ও নুরুল ইসলাম, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে।
এছাড়া নির্বাচনে অভিভাবক সদস্য পদে আপেল প্রতীকের মোঃ আলম ১৯১, ফুটবল প্রতীকের মোঃ ফেরদাউস ১৭৬, চেয়ার প্রতীকের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ ৮৫, দেয়াল ঘড়ি প্রতীকের মাষ্টার আবু নছর ৫৯, ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন ভূইয়া এবং সহকারি প্রিজাইডিং ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার শ্রীজন কুমার বিশ্বাংগ্রী।