অনলাইন ডেস্কঃ
কক্সবাজারে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে বাংলাদেশি এক জেলে আহত হয়েছেন বলে অভিযোগ এসেছে।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জমাদ্দার জানান, বুধবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নে নাফ নদীর মৌলভীবাজার পয়েন্টে শফি আলম (১৮) নামে এক তরুণ জেলে বিজিপির গুলিতে আহত হয়েছেন বলে তারা অভিযোগ পেয়েছেন।
শফির ওই এলাকার নূরুল আলমের ছেলে।
শফির বড় ভাই ফরিদুল আলম শফির সঙ্গী জেলেদের বরাতে বলেন, “সকালে ওই এলাকায় তারা ছোট ডিঙ্গিনৌকা নিয়ে মাছ ধরছিলেন। এ সময় বিজিপির একটি টহলদল বাংলাদেশের জলসীমায় ঢুকে অতর্কিতে গুলি ছুড়ে মিয়ানমারের দিকে চলে যায়।
“এতে শফি গুলিবিদ্ধ হয়। অন্য জেলেরা তাকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ ফিল্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এ বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা শরীফুল ইসলাম জমাদ্দার।
সূত্রঃ বিডিনিউজ