মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
র্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ সহ বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচী পালনের মধ্য দিয়ে কক্সবাজার জেলায় ১২ তম বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ২ এপ্রিল কক্সবাজার জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রিত বিভিন্ন কল্যানমূলক প্রতিষ্ঠানের উদ্যোগে কক্সবাজার শহরে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে “সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার”-এই প্রতিপাদ্য নিয়ে নির্মাণাধীন “অরুনোদয় ছিন্নমমূল প্রতিবন্ধী শিশু বিদ্যালয় এবং প্রবীন স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনুষ্ঠিত এক আলোচনা সভা কক্সবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক প্রীতম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন-কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) মোঃ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার আদিবুল ইসলাম, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব এ.এম.সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, প্রতিবন্ধী সহায়ক বিভিন্ন উপকরণ ও সম্মানী ভাতার পাশবই বিতরণ করা হয় বলে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তৈয়ব আলী সিবিএন-কে জানিয়েছেন। অনুষ্ঠানমালায় অন্যান্যের মধ্যে প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, ইন্ঞ্জিনিয়ার কানন পাল প্রমুখ উপস্থিত ছিলেন।