অনলাইন ডেস্কঃ
বিশ্বের সেরা ফুটবলারদের একজন হতে পারেন; বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর পূজনীয় হতে পারেন লিওনেল মেসি, কিন্তু তাকে ‘ঈশ্বর’ বলা যাবে না বলে ঘোষণা দিয়েছেন পোপ ফ্রান্সিস। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঈশ্বর বলাটা ধর্মদ্রোহিতা বলে মনে করেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান।
খেলোয়াড় হিসেবে মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিলেও তাকে ঈশ্বর হিসেবে দেখা উচিত নয় বলে এক সাক্ষাৎকারে জানান আর্জেন্টিনায় জন্ম নেওয়া ও ফুটবলের দারুণ ভক্ত পোপ ফ্রান্সিস।
“তাত্ত্বিকভাবে এটা (তাকে ঈশ্বর হিসেবে উল্লেখ করা) ধর্মদ্রোহিতা। আপনি এমনটা বলতে পারেন না। আমি বিশ্বাস করি না। আপনি কি মনে করেন যে এটা আপনি বলতে পারেন?”
“মানুষ বলতে পারে যে সে ঈশ্বর, যেমনটা তারা হয়তো বলে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু উপাসনা শুধুমাত্র ঈশ্বরেরই করা যায়।”
“অবশ্যই সে খুব ভালো খেলোয়াড়। কিন্তু সে ঈশ্বর নয়।”
চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা মেসি সব প্রতিযোগিতা মিলে ৩৮ ম্যাচে করেছেন ৪১ গোল। ৩১ বছর বয়সী এই ফুটবলার বার্সেলোনার হয়ে ১৯টি বড় শিরোপা জিতেছেন। অবশ্য আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত জিততে পারেননি বড় কোনো শিরোপা।