অনলাইন ডেস্কঃ
নোয়াখালীর সুবর্ণচরে আবার গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনের পক্ষ থেকে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করা হয়েছে।
মঙ্গলবার সংগঠনের নির্বাহী পরিচালক শীপা হাফিজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনের দিন ৩১ মার্চ সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর বাগ্গা গ্রামের রুহুল আমিনের মৎস্য খামারে এক নারীকে গণধর্ষণ ও তার স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। নির্ধারিত প্রার্থীকে ভোট না দেওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছিল বলে ওই নারী অভিযোগ করেন। এর আগে ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন একই উপজেলায় এক নারী গণধর্ষণের শিকার হন।