‘সরকারের সাফল্য ম্লান করতে ষড়যন্ত্রকারী গোষ্ঠি ষড়যন্ত্র করছে। তারা সরকারের সাফল্যকে ম্লান করতে চায়। তাই আমাদের সবাইকে মানবতার শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
ঈদুল ফিতর উপলক্ষে ২০ রমজানের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও বকেয়া পরিশোধের দাবিতে এবং ঘরমুখী বাস-ট্রেনের যাত্রীদের দুর্ভোগের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে সাম্যবাদী দল ঢাকা মহানগর শাখা ।
দিলীপ বড়ুয়া বলেন, প্রতিবছর ঈদের সময় একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের লেলিয়ে দিয়ে খেলা দেখে। আর যারা এ অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হতে হবে। কেননা তারা চায় না দেশের উন্নয়ন হোক, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাক। শ্রমিকরা আমাদের দেশের সম্পদ।
প্রাক্তন এ শিল্পমন্ত্রী আরো বলেন, শ্রমিকদেরও ঈদ আছে। তারা যেন ভালোভাবে সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেটি গার্মেন্টস মালিকদের নিশ্চিত করতে হবে।
বাস ও ট্রেনের যাত্রীদের দুর্ভোগ লাঘবে সরকারের হস্তক্ষেপ কামনা করেন দিলীপ বড়ুয়া।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য লুৎফুর রহমান, অধ্যাপক প্রদ্যুৎ কুমার ফনি, আবু আহমেদ সাহাবুদ্দিন, ধীরেন সিংহ প্রমুখ।
[বাংলা ট্রিবিউন]