ক্রীড়া ডেস্কঃ
গেল আসরে মুম্বাইয়ের বোলিং পরামর্শক ছিলেন লাসিথ মালিঙ্গা। এবার মুম্বাইয়ের অন্যতম সেরা বোলিং অস্ত্র তিনি। চেন্নাইয়ের বিপক্ষে লংকান এই পেসার দারুণ বল করেন নেন ৩ উইকেট। শুরুতে এবং পরে তার দেওয়া ধাক্কা আর সামলে উঠতে পারেনি ধোনীর চেন্নাই।
ওই ম্যাচ খেলার ১২ ঘণ্টার মধ্যে শ্রীলংকার ক্যান্ডিতে পৌঁছান লংকান পেসার মালিঙ্গা। সেখানে ‘সুপার ফোর প্রভেন্সিয়াল লিমিটেড ওভার টুর্নামেন্ট’ ছিল। ক্যান্ডির বিপক্ষে তিনি মাঠে নামের গলের হয়ে। অধিনায়কত্বও করেন মালিঙ্গা।
ওই ম্যাচে প্রথমে ব্যাট করে মালিঙ্গার দল গল। তারা ২৫৫ রান তুলে অলআউট হয়ে যায়। মালিঙ্গা দলের হয়ে করেন মাত্র ২ রান। কিন্তু বল হাতে তিনি দুর্দান্ত শুরু করেন। মুম্বাইয়ের হয়ে ৪ ওভার বল করে যেন তার পোষায়নি।
ক্যান্ডির শুরুর ৫ উইকেট পড়ে মাত্র ৪০ রানে। ওই পাঁচটি উইকেটই নেন মালিঙ্গা। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে ৪৯ রান দিয়ে নেন ৭ উইকেট। ক্যান্ডি অলআউট হয়ে যায় মাত্র ১৮.৫ ওভারে ৯৯ রানে। এর মধ্যে মালিঙ্গা একাই করেন ১০ ওভার। গল মাত্র তিনজন বোলার ব্যবহার করে। তার মধ্যে চামিরা নেন বাকি ৩ উইকেট। ক্যান্ডির হয়ে করুনারত্নে হার না মানা ৩৫ রান করেন।