অনলাইন ডেস্কঃ
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেশ-বিদেশের পর্যটকরা বেড়াতে যান। ভ্রমণের ফাঁকে নানান স্বাদের খাবার বেছে নেন তারা। তবে অন্যান্য সুস্বাদু খাবারের সমারোহে ভালো পিৎজা উপভোগের সুযোগ নেই সেখানে। তাই কক্সবাজারে নতুন আউটলেট খুলেছে পিৎজা চেইন ‘পিৎজা হাট’। কলাতলী হোটেল-মোটেল জোনের মূল সড়কে চালু হয়েছে এটি।
সম্প্রতি পিৎজা হাটের আউটলেট উদ্বোধন করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার সিটি করপোরেশন মেয়র মুজিবুর রহমান।
পিৎজা হাট কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারেরটি বাংলাদেশে বানানো প্রথম এফসিডি (ফাস্ট ক্যাজুয়াল ডেল্কো) আউটলেট, এতে রয়েছে একটি ওপেন কিচেন। ফলে ক্রেতারা দাঁড়িয়ে পিৎজা বানানো দেখতে পারবেন। এখানে ডাইন ইন, টেক অ্যাওয়ে ও ডেলিভারি; তিন ধরনের সুবিধা পাওয়া যাবে।
ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘আমরা মনে করি, কক্সবাজার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। এখানে বেড়াতে আসা সবাই আমাদের পিৎজা উপভোগ করবেন। আমরা সবসময়ই নতুন নতুন জায়গায় পিৎজা হাট খুলে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছি। এখন আমরা ঢাকার বাইরের এলাকাগুলোতে পিৎজা হাট চালুকে প্রাধান্য দিচ্ছি। আগামী দুই বছরের মধ্যে এমন আরও কয়েকটি আউটলেট খোলার আশা রাখি।’
২০০৩ সালে গুলশানে ফ্ল্যাগশিপ আউটলেট দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত রেস্তোরাঁ চেইন পিৎজা হাট। কক্সবাজারেরটি তাদের এই দেশে ১৭তম আউটলেট।