শহিদুল ইসলাম:
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনসাধারণের পক্ষ থেকে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী পুণরায় চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সরওয়ার কামাল পাশা পুণরায় মেম্বার নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আজ সোমবার বিকালে ৫ নং ওয়ার্ডস্থ জে চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আর.এস সাইফুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা রিয়াজুল হক, উখিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি এড. এটিএম রশিদ, এলাকার প্রবীণ মুরব্বি ফিরোজ আহমদ, ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা।
এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা জামে মসজিদের খতিব নুরুল আমিন মাহমুদ, উখিয়া কৃষকলীগের সাবেক আহবায়ক কাজী আকতার উদ্দিন টুনু, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাবেক ইউপি সদস্য ছালেহ আহমদ বাবুল।
এ সময় প্রধান অতিথি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বিগত ৫ বছর ধরে এ এলাকায় তেমন কোন উন্নয়ন হয়নি। আগামীতে ব্যাপক উন্নয়ন করা হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন, ছাত্রলীগ নেতা আরমান খান জয়।