শহিদুল ইসলাম:
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডজন খানেক মামলার পলাতক আসামী কামাল উদ্দিন ওরফে কামাইল্যা ডাকাত (৩৬) কে আটক করেছেন।
আটককৃত ডাকাতকেেআজ সোমবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সে রাজাপালং ইউনিয়নের হাজীর পাড়া গ্রামের জানে আলমের ছেলে বলে উখিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান।
উখিয়া থানার উপ-পরিদর্শক প্রার্থ প্রতীম দেবের নেতৃত্বে একদল পুলিশ রোববার গভীর রাতে হাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত কামালকে আটক করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজীর অভিযোগ রয়েছে।