ঈদগড় প্রতিনিধি:
রামু উপজেলার ঈদগড়ে যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা যায়। স্বাধীনতার ৪১ বছর পরও যাত্রী ছাউনি নির্মাণ না হওয়ায় এলাকাবাসী হতাশায় ভুগছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগড়ে প্রায় ২০ হাজার যাত্রী ঈদগাঁও, বাইশারী, ঈদগড়ে চলাচল করে। যাত্রীদেরকে গাড়ীর জন্য যত্রতত্র দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে মহিলা যাত্রীদের ব্যাপারে সমস্যা হয়। বিভিন্ন দোকান পাটের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। মহিলা যাত্রীদেরকে বৃষ্টি ও রোদের দিনে কষ্ট হচ্ছে।
গত কয়েক বছর ধরে এলাকায় মিনিবাস চালু করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রী ছাউনি নির্মাণের কোন উদ্যোগ নেয়নি বলে জানান।
পরিবহন মালিক কর্তৃপক্ষ জেলার সর্বত্র যাত্রী ছাউনি নির্মাণ করলেও ঈদগড়ে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়নি। এ নিয়ে যাত্রীদের মধ্যে নানা সমস্যা হচ্ছে।
এই বিষয়ে এলাকার সর্বস্তরের জনগণ মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান ও ঈদগড় ইউনিয়ন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।
তারা অতিসত্ত্বর একটি যাত্রী ছাউনি নির্মাণ করার জন্য দাবি জানিয়েছেন।