অনলাইন ডেস্কঃ
বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, ‘দেশে শুধু রাজপথের বিরোধী দল বিএনপি সরকারের উন্নয়ন দেখে না। দলটির নেত্রী বেগম খালেদা জিয়া ফ্লাইট দিয়ে চলাচল করেও দেশের উন্নয়ন চোখে দেখেনি। বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করতে হবে। দেশে নেতিবাচক রাজনীতি না থাকলে জিডিপি আরও বাড়বে।’
বিএনপি সরকারের আমলে দেশে উন্নয়নের কোনো পরিকল্পনা ছিল না বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।
‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির ১০ বছর’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে গত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দুর্যোগ ও প্রতিকূল অবস্থায়ও বাংলাদেশ এখন আর ত্রাণ সহায়তা পাওয়ার আশা করে না। বরং অন্যান্য দেশের পাশে দাঁড়ায়। ঘনবসতিপূর্ণ দেশ আজ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, খাদ্যের উদ্বৃত্তি রয়েছে। নেপালের দুর্যোগের পর বাংলাদেশ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এক সময়ের সাহায্য নেওয়া দেশ এখন সাহায্য দেয়।’
গত ১০ বছরের দেশের অগ্রগতির কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘দেশে এখন আর কুঁড়েঘর দেখা যায় না। কুঁড়েঘর আছে কবিতায়, বাস্তবে নেই। খালি পায়ে মানুষ নেই। ’
হাছান মাহমুদ বলেন, ‘কাঙালিদের জন্য ভুরিভোজের আয়োজন করলেও কাঙাল খুঁজে পাওয়া যায় না। তারাও এখন টাই-কোট পরে। হাইকোর্টের মাজারেও যারা রয়েছে তাদেরকে দাওয়াত দিতে গেলে বলবে সময় নেই। নম্বর দিয়ে যান।’
সেমিনারে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধু অর্থনৈতিক, রাজনৈতিক ও সামজিক মুক্তি দিয়ে যেতে পারেননি। তিনি সুচনা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার (বঙ্গবন্ধু) সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা বাস্তবায়নের পথে। শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলা পুরোপুরি প্রতিষ্ঠিত হবে।’
সেমিনারে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার উপকমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম।