সোয়েব সাঈদ:
রামুতে দুটি অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা চিহ্নিত ডাকাত বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার, ২৮ জুন গভীর রাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মৃত ফকির আহমদের ছেলে আহমদ হোসেন (৪০), কালু ফকিরের ছেলে মিজানুর রহমান (২৮) ও রবিউল ইসলাম (২৩)।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর আমাদের রামু ডটকমকে জানিয়েছেন, ওই এলাকার সৈয়দ ডাকাতের মৎস্য খামারের টং ঘরে একটি ডাকাতদল অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযানে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় আতিকুর রহমান নামের এক কনষ্টেবল আহত হন।
এক পর্যায়ে পুলিশ চিহ্নিত ডাকাত আহমদ হোসেন, মিজানুর রহমান ও রবিউল ইসলামকে ২টি দেশীয় তৈরী অস্ত্র এবং ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ আটক করে।
রামু থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান আমাদের রামু ডটকমকে জানিয়েছেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।