বান্দরবান প্রতিনিধি:
নতুন কোন করারোপ ছাড়াই এবারও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২০১৬–১৭ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে। গত মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা।
পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা বাজেট ঘোষণার পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এবারের বাজেটে নতুন করে কোন করারোপ করা হয়নি। শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়া হয়েছে। শিক্ষা খাতে ২৬ শতাংশ অর্থ বরাদ্দ ধরা হয়েছে। এবারের বাজেট ধরা হয়েছে ৬১ কোটি টাকা টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে এডিবি, বিশেষ প্রকল্প ও এডিবি থোক বরাদ্দসহ সরকার থেকে সম্ভাব্য প্রাপ্তি ধরা হয় ৪৮ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা এবং সংস্থাপন খাতে ধরা হয় ১০ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকা। পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি টাকা।
বাজেট সভায় অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ থানজামা লুসাই। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আবসার, পরিষদে সরকারের ন্যস্ত বিভাগগুলোর কর্মকর্তাবৃন্দ,পরিষদ সদস্য–সদস্যাসহ কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।