:
মেসির অবসর নিয়ে ফের কথা বললেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। মেসিকে আপাতত নিজের মতো থাকতে দিতে বলেছেন আর্জেন্টাইন সাবেক এই ফুটবলার।
কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে চিলির কাছে হারে আর্জেন্টিনা। যেখানে নিজের নেওয়া শট মিস করেছিলেন মেসি। এরপরেই মেসিকে নিয়ে সমালোচনা শুরু হয়। যেই সমালোচনায় নিজেই বিরক্ত হয়েছেন ম্যারাডোনা। তিনি হারের পরও মেসিকে বিজয়ী হিসেবেই অ্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ‘আমি মেসিকে বিজয়ী হিসেবেই দেখি।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘মেসিকে আপাতত তার মতোই থাকতে দাও। এখন আমাদের নতুন করেই ভাবতে হবে। যদি মেসি আর খেলতে না চায় তাহলে আমাদের আরেকটি দলই গঠন করতে হবে।’
উল্লেখ্য, কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি।
[বাংলা ট্রিবিউন]