যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আর্জেন্টিনাকে হঠাৎই বিদায় বলে দেন মেসি। সেই থেকে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদ জানাচ্ছেন অনেকে।
ডি’আন্দ্রেয়া কেবল মেসির ঘনিষ্ঠ বন্ধুই নন, আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের ম্যাসেজ করার দায়িত্বটিও তার কাঁধে। দলের সেরা তারকাকে খুব কাছ থেকে দেখার, চেনার অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন, জাতীয় দলের জন্য সব কিছু করবেন মেসি।
“আমার কোনো সন্দেহ নেই লিও ২০১৮ সালের বিশ্বকাপ খেলবে। তার ওপর আমার অগাধ বিশ্বাস আছে। অবশ্যই এখন আমাদের উচিত তাকে একা থাকতে দেওয়া।”
“তার নীরবতাকেও আমি বিশ্বাস করি। সে জাতীয় দলকে ভালোবাসে এবং দেশের জন্য সে সবকিছু করবে।”
কোপা আমেরিকার ফাইনালের পর মেসি অমন হুট করে জাতীয় দলকে বিদায় বলে দেবেন, তা কেউ ভাবতে পারেনি। ডি’আন্দ্রেয়া জানালেন পাশে থেকে তারাও কিছু টের পাননি।
“মেসির অবসর নিয়ে কেউ কিছু জানত না। লকার রুমে সে (অবসর নিয়ে) কিছুই বলেনি।”
“কোনো সন্দেহ নেই, জাতীয় দলের হয়ে সে যে আঘাতটা পেয়েছে, সেটা খুবই বড়। সে আমার অন্যতম সেরা বন্ধু। তার মনের অবস্থা এখন যা, সেটা সহ্য করাও কঠিন।
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
সম্পাদক ও প্রকাশকঃ প্রজ্ঞানন্দ ভিক্ষু
© ২০২২ আমাদের রামু ডট কম কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
যোগাযোগঃ ০১৮৩৫ ৬১৬ ৯৫১ ইমেইলঃ [email protected]