শনিবার রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসে উপ-প্রেস সচিব এ তথ্য জানান।
ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের একটি ক্যাফেতে জঙ্গিদের হানা দেওয়ার ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানে মারা পড়েছে হামলাকারীরা, উদ্ধার হয়েছেন ১৩ জন।
জঙ্গিরা ২০ জন বিদেশিকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করে বলে অভিযান শেষে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে হামলাকারীদের সঙ্গে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকও ছিল।
[বিডিনিউজ]