স্পোর্টস ডেস্ক:
টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে ইতালিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে জার্মানি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচে ১-১ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মানুয়েল ন্যুয়ারের দৃঢ়তায় জয়ী বিশ্ব চ্যাম্পিয়নরা।
আজকের খেলায় ইতালির ফুটবলাররা মাঠে নেমেছিলেন হাতে কালো আর্মব্যান্ড পড়ে। গুলশানে জঙ্গি হামলায় নয় জন ইতালীয়সহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ব্যান্ড পড়েন খেলোয়াড়রা।
ইতালি-জার্মানির মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে প্রথম গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে। গোমেজের ডিফেন্স চেরা পাস ডি বক্সে খুঁজে পায় হেক্টরকে। তার শট ইতালির একজনের গায়ে লাগলে বল পেয়ে যান ওজিল, সুযোগ হাতছাড়া করেননি আর্সেনালের এই মিডফিল্ডার।
কিন্তু সেই আনন্দ খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। খেলার ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইতালির লিওনার্দো বুনোচ্চি। ডি-বক্সে জেরম বোয়েটিংয়ের হাতে বল লাগায় পেনাল্টির সুযোগটা পেয়েছিল ইতালি।
শেষমেষ ১-১ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় বাড়তি সময়ে। কিন্তু কোনও দলই সুবিধা করতে পারেনি বাড়তি সময়ে। তেমন ধারালো আক্রমণও দেখা যায়নি। বরং মনে হচ্ছিল খেলোয়াড়রা বুঝি প্রস্তুত হচ্ছিলেন টাইব্রেকারের জন্য। শেষ অবধি টানটান উত্তেজনার সমাপ্তি ঘটে পেনাল্টি শ্যুটআউটে। ৬-৫ গোলে ইতালিকে হারায় জার্মানি।
[বাংলা ট্রিবিউন]