সংবাদদাতা:
২০০৫ সালের এসএসসি ব্যাচের ইফতার সমাবেশ সম্পন্ন হয়েছে। আজ সোমবার হোটেল মিশুকের মেরিডিয়ার রেস্টুরেন্টে উক্ত ইফতারের আয়োজন করা হয়।
ইফতার পূর্ববর্তী বন্ধুদের মিলন কখন যে প্রাণবন্ত আড্ডায় পরিণত হয়ে গেল কেউ বুঝতে পারলা না। কাজী মোহাম্মদ সেলিম, রাশেদুল হক ও তারেকুল হাসান তোহার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হল সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন তারিক আজিজ জামি।
বন্ধুদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এম.এ আজিজ রাসেল, হারুনুর রশীদ মিঠুন, অনির্বাণ, কামরুল, জাহাঙ্গীর, নেজাম উদ্দিন নিজু, তৌহিদ, জাহাঙ্গীর, গিয়াস উদ্দিন, মাঈন, কাওসার ও মোর্শেদ।
পরে বন্ধুদের সাথে একাত্মতা প্রকাশ করতে আসেন জাতীয় ক্রিকেট দলের উদীয়মান ক্রিকেট তারকা মুমিনুল হক সৌরভ।
অনেকেই পুরানো বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবশেষে সকলের সম্মতিক্রমে রিইউনিয়ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।