গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়। গুলশান থানার ইনসপেক্টর (তদন্ত) সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গুলশান হামলার ঘটনায় নিহত পাঁচ হামলাকারীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। এর আগে সন্ধ্যার দিকে কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব মামলায় নিহত পাঁচ হামলাকারীসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে নয়টায় গুলশান কূটনৈতিক এলাকার ৭৯ নম্বর সড়কের স্প্যানিশ রেস্তোরা ‘হলি আর্টিজান বেকারি’ দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একটি দখল সেখানে গেলে দুষ্কৃতকারীরা গুলিবর্ষণ ও গ্রেনেড ছোড়ে। এতে পুলিশের ডিবি’র সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন। এরপর দুষ্কৃতকারীরা সেখানে দেশি-বিদেশি নাগরিকদের রাতভর জিম্মি করে রাখে। অন্তত ২০ জন বিদেশিকে গলাকেটে হত্যা করে।
অবশেষে শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে অবশিষ্ট জীবিতদের জিম্মিদশা থেকে মুক্ত করে। এ সময় এক জঙ্গিকে জীবিত আটক করে। সকাল আটটা চল্লিশ শেষ হয় এ অভিযান।
[বাংলা ট্রিবিউন]