ক্রীড়া প্রতিবেদক:
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের ফাইনালে পৌঁছেছে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজশাহীর বাগমাড়ার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় রাঙ্গামাটি জেলার কাউখালী ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে। এ খেলায় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অপরদিকে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একই মাঠে ঝিনাইদহ জেলার শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-০ গোলে পরাজিত করে। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন।