মীর মোহাম্মদ খালেদ, দুবাই থেকে:
দুবাইতে আজ ৬ জুলাই পালিত হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে দুবাইজুড়ে বিরাজ করছে উৎসব আমেজ।
পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর মঙ্গলবার, ৫ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা সাত টায় দুবাই ইসলামিক এ্যাফেয়ার্স কমিটি পরদিন অর্থাৎ ৬ জুলাই ২০১৬ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষনা দেয়।
তারই ধারাবাহিকতায় আজ বুধবার স্থানীয় সময় সকাল ছয় টায় দুবাই জাফলিয়া জাতীয় ঈদগাঁহ ময়দানে যথাযথ ভাব গাম্ভীর্য ও ধর্মীয় রীতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।
এতে পৃথিবীর ৩৫ টিরও বেশি দেশের মুসল্লীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মিশর, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, সুদান, ইয়েমেন, চীন, পিলিপাইন ও ইরানের মুসল্লীরা দুবাইয়ের সর্ববৃহৎ এ ঈদের জামাতে শরীক হন।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।