:
আগামী অাগস্টে ব্রাজিলের রিওতে শুরু হবে অলিম্পিকের এবারের আসর। কিন্তু তাতে আর্জেন্টিনা ফুটবল দলের খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দেশটির অলিম্পিক কমিটির প্রধান হেরার্দো ওয়ার্থিন বলেছেন, ‘অলিম্পিকে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত মাত্র দশজন ফুটবলার পাওয়া গেছে। শেষ পর্যন্ত এই অবস্থা না কাটলে অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতা থেকে সরে আসতে পপারে আর্জেন্টিনা।’
ইউরোপিয়ান ক্লাবে যেসব আর্জেন্টাইন ফুটবলাররা খেলেন তাদের অলিম্পিকের জন্য ছাড়তে চাইছে না ক্লাবগুলো। যে কারণে খেলোয়াড়ের সঙ্কট দেখা দিয়েছে।
এছাড়াও সব মিলিয়ে আর্জেন্টাইন ফুটবলের সময়টা খুব খারাপ যাচ্ছে। কোপা আমেরিকার আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর অবসরের ঘোষণা দেন অধিনায়ক লিওনেল মেসি। মেসি না ফিরলে অবসরের ঘোষণা দিয়েছেন সার্জিও আগুয়েরো।
এরই মধ্যে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হওয়ার জেরে পদত্যাগ করেন তিনি।