সংবাদদাতা:
রামু উপজেলার গরীব-ছিন্নমূল-অসহায়-দুস্থ পথ শিশুদের হাতে ঈদ পোশাক তুলে দিয়েছে ছাত্র ইউনিয়ন। ৩ জুলাই সন্ধ্যার দিকে রামু উপজেলার চৌমুহনী স্টেশন, বাইপাস, তেমুহনী, চেরাংঘাটা এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল পথ শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়।
সংগঠনের প্রিয়ম বড়ুয়া জানান, ৩০/৪০ জন গরীব-ছিন্নমূল-অসহায়-দুস্থ পথ শিশুদের মাঝে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এ ঈদ পোশাক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ হোসেন টাপু, জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অর্পন বড়ুয়া, রামু উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জয় বড়ুয়া, সহ সভাপতি রাজীব বড়ুয়া, ক্রীড়া সম্পাদক প্রিয়ম বড়ুয়া রক্তিম, ছাত্র ইউনিয়ন নেতা আদিল, রাগিব, রায়হান ও নয়ন প্রমূখ।