এ বি এম মুজাহিদুল ইসলাম:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাইক্ষংছড়ি উপজেলার হাজী এম এ কালাম ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ ও অপজেলার সর্বস্তরের জনগন। পাশাপাশি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এম পি র প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
একযোগে সারাদেশে ১৯৯ টি কলেজ জাতীয়করণেরতালিকায় হাজী এমে কালাম ডিগ্রী কলেজ অন্তর্ভূক্ত হওয়ায় খুশীর বন্যা বইছে নাইক্ষংছড়ি উপজেলায়।
অধ্যক্ষ জনাব ও আ ম রফিকুল ইসলাম এক বিবৃতিতে জানান মাননীয় প্রধানমন্ত্রী কলেজটি সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী ও কলেজ গভর্নিং বডির সভাপতি মাননীয় মন্ত্রী বীর বাহাদুর এম পি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অভিনন্দন জানিয়ে বিৃবতিদাতাদের মধ্যে,উপাধ্যক্ষ জনাব বশির আহমেদ,সহকারী অধ্যাপক এমদাদুল্লা মোঃ ওসমান,সহকারী অধ্যাপক মোঃ জাফর,সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ শাহআলম,অধ্যাপক শফিউল আলম,অধ্যাপিকা জেবুন্নেচা, , অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহকারী অধ্যাপক শফিউল্লা,সিনিঃ প্রভাষক বশিরুল কবির চৌধুরী,সিনিঃ প্রভাষক আব্দুল মান্নান,সিনিঃ প্রভাষক মজিবুররাহমান,সিনিঃ প্রভাষক হেদায়েত হোসেন সিনিঃ প্রভাষক নজরুল ইসলাম জমাদ্দার,সিনিঃ প্রভাষক মোঃ মিজানুর রহমান, সিনিঃ প্রভাষক রাবেয়া ফেরদৌসি সিদ্দিকা, সিনিঃ প্রভাষক কাজী আয়াজ রহমান, সিনিঃ প্রভাষক মুজিবুল হক, প্রভাষক এ বিএম মুজাহিদুল ইসলাম । প্রভাষক হাসান আহামদ সোবহানী, প্রভাষক জাহানারা লাকী প্রদর্শক মোঃ আমান উল্লাহ,শরীর চর্চা শিক্ষক মোঃ আবুল হসাইন প্রমুখ।
শিক্ষকরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পবিত্র রমজান মাসের শেষের দিকে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে সামনে রেখে চাকরী জীবনের সবচেয়ে বড় উপহারটুকু দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
উপজেলা ভারপাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ কামাল উদ্দিন জানান, নাইক্ষংছড়ি উপজেলার একমাত্র কলেজটি সরকারি করণ করায় সীমান্তবর্তী এ এলাকার গরীব ছাত্র ছাত্রীরা আরো কম খরচে উচ্চ শিক্ষা লাভ করতে পারবে।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক শফিউল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯ টি কলেজ সরকারি করে আবার ও প্রমাণ করলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।তিনি আরো বলেন, ইহা মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপির নাইক্ষংছড়িবাসীকে ভালোবাসার উপহার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তসলিম ইকবাল বলেন, নাইক্ষংছড়িবাসী আজ আনন্দে আপ্লুত,নাইক্ষংছড়িবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহারকে চিরদিন স্মরণ রাখবেন।
উপজেলে ছত্রলীগের সভাপতি জনাব চু চু মং বলেন, সীমান্তবর্তী হাজি এম এ কালাম ডিগ্রী কলেজ সরকারিকরণ করায় পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্টী শিক্ষা খাতে আরো এগিয়ে যাবে।এতে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে।