আঃ রামু প্রতিবেদনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন (NCIP) এর মহাসচিব, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস এর টেকনিক্যাল সমন্বয়কারী, গবেষণাও উন্নয়ন কালেকটিভ (RDC) এর চেয়ারপার্সন, বিশিষ্ট শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব মেসবাহ কামাল রামু পরিদর্শন করেন।
১৬ ফেব্রুয়ারি দুপুর বারটার পরে তিনি রামুর বৌদ্ধ বিহার সমূহ দেখতে আসেন।
রামুর শ্রীকুল গ্রামস্থ লাল চিং, সাদা চিং, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১০০ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তি দর্শন করেন।
এর পরে রামু কেন্দ্রীয় সীমা বিহারে আসেন। এসময় বিহারাধ্যক্ষ, একুশে পদকে ভূষিত, ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর আশীর্বাদ গ্রহণ করেন।
এসময় ড. মেসবাহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে তিনি তাঁর সহধর্মীনী এবং অতিথিদের সাথে নিয়ে ‘সত্যপ্রিয় পাঠাগারে’ কিছু সময় কাটান।