আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে কর ফাঁকির মামলায় বুধবার ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত। মেসির আর্থিক তথ্য লুকানোয় তার বাবাকেও একই শাস্তি দিয়েছে আদালত। আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে পিতা-পুত্রকে।
মেসিকে দুই মিলিয়ন ও তার বাবাকে ১.৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। এদিকে কর ফাঁকির বিষয়টি ‘জানতেন না’ মেসি! নিজ মুখেই তা স্বীকার করেছেন।
এ জন্য জেল-জরিমানার বিরুদ্ধে আপিল করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মেসির আইনজীবীরা। এনরিক বাসিগালাপো ও হাভিয়ের সাঞ্চেচ ভাষ্য, ‘নিজের নামের পাশে ‘কলঙ্ক’ দেখতে চান না মেসি। এ জন্য পুনরায় আলাদতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি।’
প্রসঙ্গত, ২১ মাসের কারাদণ্ড দেওয়া হলেও কারাবাস করতে হবে না মেসিকে। কারণ, স্প্যানিশ আইন অনুযায়ী ২৪ মাসের কম সময়ের কারাদণ্ড স্থগিত করা যায়। ২০০৭ ও ২০০৯ সালে ৪.৬ মিলিয়ন ডলার কর ফাঁকি দিয়েছিলেন মেসি!