সংবাদ বিজ্ঞপ্তিঃ
প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্পের আওতায় কক্সবাজারের টেকনাফে মৌলিক সাক্ষরতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার বিকেলে রেডিও নাফের ষ্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: ফেরদৌস আহমদ জমিরি, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা শিক্ষা অফিসার এমদাদ হোসেন চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শওকত আলী।
উম্মুক্ত আলোচনায় অংশ নেন- হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা দেলোয়ার হোসেন, জাইকা প্রতিনিধি ত্রিপন চাকমা, সমাজসেবক নুরুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রæতিপূর্ণ চাকমা, সমবায় কর্মকর্তা মো: নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো: হাদিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃণাল কান্তি দাশ উপ্ত, প্রকল্প কর্মকর্তা মংক্যউ মং, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো: নুরুল ইসলাম সরকার, যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার মনজুর আলমসহ মেম্বারবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ। সভায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের বিষয় ভিত্তিক উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়ক নুর হাকিম আনোয়ার।
সভায় বক্তারা বলেন- প্রতিষ্ঠানিক শিক্ষা হতে ঝরে পড়া ও শিক্ষার সুবিধা বঞ্চিত ১৫ থেকে ৪৫ বয়সী নিরক্ষর নারী পুরুষের মৌলিক সাক্ষরতা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র ২য় ধাপের আওতায় মাঠ পর্যায়ে কর্মসূচী বাস্তবায়ন করা হবে। তাই বেইজলাইন সার্ভের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে টেকনাফ উপজেলার ১৫ থকে ৪৫ বছরের নিরক্ষর নারী ও পুরুষদের তথ্য সংগ্রহ করে ৩০০ টি বয়স্ক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১৮ হাজার নারী পুরুষকে অক্ষর জ্ঞান সম্পন্ন করা হবে।