হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুতে গুজব মোকাবেলার পর এবার ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে পুলিশ। এ উপলক্ষে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ‘পরিস্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি, ডেঙ্গুর বিস্তার রোধ করি’ স্লোগানে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্বদেন রামু থানার ওসি মো. আবুল খায়ের। থানা প্রাঙ্গন থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে চৌমুহনী চত্তরে পথসভায় রামু থানার ওসি মো. আবুল খায়ের বলেন- ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করে যার যার এলাকায় স্বচ্ছ পানি জমা রয়েছে, যেখানে এডিস মশার প্রজনন হতে পারে, সেসব এলাকা পরিষ্কার করে ওষুধ ছেটাতে হবে। আমরা যদি পুরো উপজেলাকে এভাবে পরিষ্কার–পরিচ্ছন্ন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’
রামু থানার ওসি বলেন, ‘শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগ এই ডেঙ্গু প্রতিরোধ করতে পারবে না। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে এগিয়ে আসতে হবে। যার যার আঙিনা তাকেই পরিষ্কার করতে হবে। এটা আমাদের নাগরিক দায়িত্ব। ডেঙ্গু শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।’
ওই পথসভায় রামু থানার তদন্ত- ওসি এস এম মিজানুর রহমান, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমূখ বক্তব্য দেন।