আন্তর্জাতিক ডেস্ক :
নেপালের প্রধান বিচারপতি হিসেবে প্রথমবারের মতো কোনো নারী নিয়োগ পেলেন। রোববার পার্লামেন্টের একটি প্যানেল সর্বসম্মতভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কারকির নিয়োগ অনুমোদন দিয়েছে।
সুশীলা কারকির এ নিয়োগের ফলে নেপালের শাসন ও বিচার বিভাগের তিনটি শীর্ষস্থানীয় পদে নারীদের অবস্থান নিশ্চিত হলো। প্রসঙ্গত, দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করছেন দু্ই নারী।
৬৪ বছর বয়সী কারকি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। দুর্নীতি দমনে কোনো ছাড় না দেওয়ার জন্য তিনি সুপরিচিত।
পার্লামেন্টারি হিয়ারিং স্পেশাল কমিটিতে (পিএইচএসসি) বক্তব্য দেওয়ার সময় কারকি আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, সুপ্রিম কোর্টে বিচারক স্বল্পতা রয়েছে। তিনি দ্রুত বিচারক নিয়োগ দিতে কমিটির প্রতি আহ্বান জানান।
গত ১০ এপ্রিল বিচারিক কাউন্সিলে প্রধান বিচারপতি হিসেবে কারকির নাম সুপারিশ করা হয়। তবে পিএইচএসসির কৌশলগত জটিলতার কারণে নিয়োগ পেতে দেরি হয় সুশীলার।
সূত্র: রাইজিংবিডি