দর্পণ বড়ুয়া:
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (রামু হাসপাতাল) মিলনায়তনে ১১ জুলাই, সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের মাসিক কর্মমূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মন্নান বলেন, ইপিআই, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনসহ স্বাস্থ্যবিষয়ক যেকোন কর্মসূচীর সফল বাস্তবায়নে সততার সাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেন স্বাস্থ্য বিভাগের সবচেয়ে বড় সাফল্য ইপিআই তথা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি।কর্মসূচিটি সফল করার লক্ষ্যে ব্যাপকভাবে প্রচার প্রচারনা ও সকলের সার্বিক প্রচেষ্টায় মাতৃমৃত্যু শিশুমৃত্যুহার হ্রাস পেয়েছে ও টিকাদানের হার বৃদ্ধি পেয়েছে। রামু উপজেলায় টিকাদানের অর্জিত সাফল্য যেকোন মূল্যে ধরে রাখতে সকলের সহযোগীতা প্রয়োজন।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওডিসি ডা. চিন্ময় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স মেডিকেল অফিসার (এসএমও) ডা. ইমংপ্রু চৌধুরী, ডি আইএমও ডা. অংসাপ্রু চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার উচাপ্রু মার্মা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, ইউনিসেফ পি এইচডির প্রজেক্ট কো অর্ডিনেটর নুর কবির, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলওয়ার হোসেন, ব্রাক (পুষ্টি) এর ম্যানেজার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় জানানো হয় ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্য নিয়ে ১৬ জুলাই শনিবার পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন।
ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী রামু উপজেলার ৫৯,৫০০ শিশুকে (এদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৭৫০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫২০০০ হাজার জন শিশুকে) এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য, ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।