সোয়েব সাঈদ, রামুঃ
রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) টাইব্রেকারে ফতেখাঁরকুল ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রশিদনগর ইউনিয়ন ফুটবল একাদশ। বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-২ গোলে জয় লাভ করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করে রশিদনগর ইউনিয়ন ফুটবল দল।
খেলা শেষে বিজয়ীদের ট্রপি বিতরণ করেন, প্রধান অতিথি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টূর্ণামেন্ট আয়োজক কমিটির সমন্বয়কারি প্রণয় চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাবুদ, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো।
টূর্ণামেন্টে সেরা খেলোয়াড় এর পুরস্কার পান রশিদনগর ইউনিয়ন দলের নুরুল আজিম হুমায়ন, সেরা গোলদাতার পুরস্কার পান ফতেখাঁরকুল ইউনিয়ন দলের ইসনান, সেরা গোল রক্ষক রশিদনগর ইউনিয়ন দলের জাহেদুল করিম। খেলায় রেফারি ছিলেন, সুবীর বড়ুয়া বুলু। সহকারি রেফারি ছিলেন, মিল্টন দত্ত, কামরুল আহসান সোহেল ও ওমর ফারুক মাসুম। এতে ধারা ভাষ্যকার ছিলেন সাংবাদিক ও ছড়াকার দর্পণ বড়ুয়া।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কণ্ঠশিল্পী মানসী বড়ুয়া। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, রামু এভারেস্ট টিচিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ রাজু বড়ুয়া, বাংলাদেশ স্কাউটস রামু উপজেলা শাখার সম্পাদক সুকুমার বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহবায়ক তরুপ বড়ুয়া, সদস্য সচিব প্রকাশ সিকদার, ক্রীড়া সংগঠনক দুলাল বড়ুয়া, তুহিন বড়ুয়া, রুহুল আমিন রকি প্রমূখ।