হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই প্রার্থীরা হলেন- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে আওয়ামী লীগের তসলিম ইকবাল চৌধুরী, বিদ্রোহী নুরুল আবছার, সোনাইছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের এ্যানিং মার্মা, বিদ্রোহী বাহান মার্মা, ঘুমধুম ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী একেএম জাহাঙ্গীর আজিজ, স্বতন্ত্র গোলাম কাদের, রশিদ আহমদ ও ছালেহ আহমদ।
এর মধ্যে তসলিম ইকবাল চৌধুরী, বাহান মার্মা ও একেএম জাহাঙ্গির আজিজ বর্তমান চেয়ারম্যান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নির্বাচনেও দলীয়ভাবে বিএনপি অংশ নিচ্ছে না।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন- বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আটজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৩ সেপ্টেম্বর
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১৪ অক্টোবর এই তিন ইউপিতে ভোট গ্রহণ করা হবে।