সোয়েব সাঈদ, রামুঃ
“নতুন চারা নতুন ভাষা, বৃক্ষ জাগায় সবার আশা” এই শ্লোগানে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষ রোপণ ও চারা বিতরন ২০১৯ উদ্যাপন করেছে মৈত্রী’০২। এ কর্মসূচির আওতায় সম্প্রতি রামু উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ২টি সামাজিক সংগঠনের মাঝে ৪ হাজার ফলজ এবং বনজ চারা বিতরন করা হয়েছে।
মৈত্রী’০২ এর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম জানিয়েছেন, সংগঠনের উদ্যোগে রামুর মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০০, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, আবু সাদিয়া ইসলামিয়া ইবতেদায়ি মাদ্রাসায় ৮০০, সামাজিক সংগঠন “স্বপ্ন” কে ১০০ এবং কোমলমতি শিশু নিকেতন, রামু কে ১০০টি ফলজ এবং বনজ চারা বিতরন করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এসব চারা বিতরণ করেন। এসময় মৈত্রী’০২ এর সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। মৈত্রী’০২ এর ব্যতিক্রমী এ কার্যক্রম সর্বত্র প্রশংসিত হয়েছে।