নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের বর্ষীয়ান রাজনীতিক তৈয়ব উল্লাহ চৌধুরীর রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গর্জনিয়ার ০৭ নং পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গর্জনিয়া কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা নবিউল আলম।
অনুষ্ঠানে গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফখর উদ্দিন, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ধর, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিল্টন দত্ত, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আলম, সমাজসেবক ইস্কান্দার মির্জা, মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ছুরুত আলম, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক সরওয়ার কামাল, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি মনিরুল আলম, সদস্য নাছির উল্লাহ চৌধুরী, জয়নাব বেগম, মর্জিনা শাহীন চৌধুরী মুন্নি, আক্তার বেগম, মাওলানা নূর আহমদ, আবু তৈয়ব, ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন স্বাধীন, আজিজ খান জয় প্রমূখ।