প্রেস বিজ্ঞপ্তিঃ
একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধধর্মীয় গুরু, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
নগরের নন্দনকানন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে শ্রদ্ধা জানান ব্যারিস্টার বিপ্লব।
এসময় তিনি বলেন, পৃথিবীতে যারা জ্ঞানী-গুণী ও মহৎ তারা সবসময় নন্দিত ও পূজিত হয়। তেমনি ভদন্ত সত্যপ্রিয় মহাথের দীর্ঘ কর্মজীবন ও পরিক্রমায় সৌরভে গৌরবে সমুজ্জ্বল হয়ে থাকবেন।
১৯৩০ সালের ১০ জুন কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামে জন্মগ্রহণ করেন সত্যপ্রিয় মহাথের। ২০১৫ সালে তিনি সমাজসেবায় একুশে পদক পান। শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।