হাফিজুল ইসলাম চৌধুরী :
একুশে পদকপ্রাপ্ত কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের-এর মরহেদ পেটিকাবদ্ধ (কফিনবন্দি) করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তাঁর মরদেহ বিহারের নিচ তলার মণ্ডপে সংরক্ষণের জন্য চূড়ান্ত ব্যবস্থা করা হয়।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সহকারি পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের অনুরোধে বড়ভান্তের মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি কাচ দিয়ে বিশেষ কায়দায় তৈরি। চারদিক থেকে মরদেহটি দেখা যায়। আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি পর্যন্ত মরদেহটি পেটিকাবদ্ধ করে রাখা হতে পারে। এরপর বিশেষ একটি দিনে সত্যপ্রিয় মহাথের-এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, পেটিকাবদ্ধ অনুষ্ঠানকে কেন্দ্র করে রামু কেন্দ্রিয় সীমা মহাবিহারে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়। এসময় হাজার হাজার ভক্তের ঢল নামে। এসব কর্মসূচীতে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার ২ (মহেশখালি-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহিলা সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবি, শহীদ সোহারাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সদর-রামুর সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের প্রমূখ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের, উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের, উপ-সংঘরাজ শীলরক্ষিত মহাথেরসহ দেশবরেণ্য ভিক্ষুসংঘ।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে পন্ডিত সত্যপ্রিয় মহাথের অসুস্থ হয়ে পড়লে তাঁকে গত ১৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। এমতাবস্থায় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাঁকে ২১ সেপ্টেম্বর সিসিইউ-তে নেয়া হয়। অবস্থার খানিকটা উন্নতি হলে তাঁকে ২৮ সেপ্টেম্বর কেবিনে আনা হয়। অবস্থার পুনরায় অবনতি হলে ৩ অক্টোবর ফের সিসিইউতে রাখা হয়। ওই দিন রাত ১২টা ৫০ মিনিটে তাঁর মহাপ্রয়াণ হয়। ৪ অক্টোবর তাঁর মরদেহ রামুতে আনা হয়।