শহিদুল ইসলাম, উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের কাকড়া ব্রীজ এলাকায় যাত্রীবাহী গাড়ি তল্লাশী চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন।
১৭ বিজিবির আওতাধীন বালুখালী বিওপির টহল দল কমান্ডার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ অভিযান পরিচালনা করেন। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।