ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় পুকুরে মাছ নিধনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ জুলাই সাড়ে ১২টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের আলীছান মাতবর পাড়ায়। আহতরা হলেন, সাইফুল সত্তার পারভেজ (৩৫), আরিফুল সত্তার(২৮) ও তাদের পিতা নুরুল আবছার (৬৫)। তাদের সবাইকে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত পারভেজের অবস্থা আশংকাজনক বলে জানান পেকুয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত নুরুল আবছার জানান, তিনি দীর্ঘদিন ধরে তার মালিকনাধীন পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন। এরই মধ্যে বিগত ১মাস আগে পূর্ব শূত্রুতার জের ধরে একই এলাকার ছৈয়দ নুর ও নুরু নামের দু’ব্যক্তি পোল্ট্রি ফার্মের বিষ্টা পেলে প্রায় লক্ষাধিক টাকার মাছ হত্যা করে। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা এ ঘটনার সুষ্ট সমাধান দেওয়ার অঙ্গিকার করায় আইনের আশ্রয় নেয়নি। এরই ধারাবাহিকতায় আজ তাদের দু’জনের নেতৃত্বে আবারো মুরগির বিষ্টা ফেলে মাছ নিধনের চেষ্টা করে। এ সময় তার ছেলে পারভেছ চট্রগ্রামস্থ আরেক ছেলেকে বিকাশের মাধ্যমে ৫০হাজার টাকা পাঠানোর জন্য বাড়ি থেকে বের হয়ে এ ঘটনা দেখতে পেয়ে প্রতিবাদ করলে তার উপর উপর্যপুরী হামলা চালিয়ে গুরুতর আহত করলে তাকে বাঁচানোর জন্য আমরা দৌড়ে আসে। এ সময় তারা কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় এমইউপি আবদু ছমদ ঘটনার সত্যতা স্বীকার করে আমাদের রামু ডটকমকে জানান, খবর পেয়ে চেয়ারম্যানের নির্দেশে আহতদের উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করি। বিষয়টি আমরা সামাধানের চেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।