সংবাদ বিজ্ঞপ্তিঃ
প্রধানমন্ত্রী শেখহাসিনা স্বপ্ন ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে ধারণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং অবদানে নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ৩২০টি ওয়ার্ড সোলার প্যানেল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
গত শনিবার ১৯ অক্টোবর উপজেলা মিলনায়তনে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সহযোগিতায় মোট ২৩টি প্রতিষ্ঠানকে এসব ওয়ার্ড সোলার প্যানেল দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকনিশিয়ান আশুতুস চাকমাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণ।