বার্তা পরিবেশকঃ
রবিবার কলকাতার হাতির বাগ, সুবাস ভবনে সাউথ এশিয়ান ইয়ুথ ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হল। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারত বাংলাদেশ পাকিস্তান পিপলস ফোরামের সাধারণ সম্পাদক প্রবীণ কমরেড মানিক সমারদার। সভায় ৮ দেশের ৪৫ সদস্য নিয়ে সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম (SAYF) গঠিত হয়েছে।
সম্মেলনে উপস্থিত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ আফগানিস্তান, শ্রীলঙ্কার এসব দেশ থেকে ৪৫ সদস্য নিয়ে এই সাউথ এশিয়ান ইয়ুথ ফোরাম (SAYF) গঠিত হয়।
উক্ত কমিটিতে দক্ষিণ এশিয়ার যুব নেতৃত্ব দেওয়ায় জন্য বাংলাদেশের পক্ষে কক্সবাজারের উদীয়মান সাংবাদিক ও সমাজকর্মী এইচ,এম নজরুল ইসলামকে কার্যকরি সদস্য মনোনীত করা হয়েছে।
আগামী ২০২০ সালের মে মাসের মধ্যে ৮ দেশের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর সাংবাদিক নজরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহরে ২০২০ সালের জুলাই মাসে কক্সবাজারে সাউথ এশিয়ান ইয়ুথ ফোরামের ১ম কনফারেন্স অনুষ্ঠিত হবে।