ক্রীড়া ডেস্কঃ
ঘরের মাঠে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন অমিত হাসান।
আসন্ন সিরিজে দুটি চারদিনের এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৬ অক্টোবর থেকে, বরিশালে আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ শুরু ২ নভেম্বর থেকে, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
এরপর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেই ৯ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে। ১১ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে।
১৪ নভেম্বর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৭ আর ১৯ নভেম্বর বাকি দুই ওয়ানডেও এই স্টেডিয়ামে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : অমিত হাসান (অধিনায়ক), সাজিদ হোসেন সিয়াম, আলভি হক, প্রীতম কুমার, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, মেহরাব হোসেন, মিনহাজুর রহমান মোহন্না, নাইমুর রহমান নয়ন, সাইদুল ইসলাম প্রামাণিক, আশরাফুল ইসলাম সিয়াম, আসুদল্লাহ হিল গালিব, মোহাম্মদ শাহীন আলম, নোমান চৌধুরী।
সূত্রঃ জাগোনিউজ