ক্রীড়া ডেস্কঃ
টেস্ট ক্রিকেট আর আগের মতো নেই। ঘুমঘুম ক্রিকেট বলে চাইলেও এখন আর টেস্টকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপ নামক একটি চ্যালেঞ্জ এখন দলগুলোর ঘাড়ের ওপর। ভারতও তাই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটিকে বেশ সিরিয়াসলিই নিয়েছে।
টি-টোয়েন্টিতে পরীক্ষা নিরীক্ষা করলেও টেস্ট সিরিজ নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ ভারত। তাই সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০তে হোয়াইটওয়াশ করা দলটিই থাকছে বাংলাদেশের বিপক্ষেও।
টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন কোহলি। তবে টেস্ট সিরিজে তিনিই ভারতকে নেতৃত্ব দেবেন। থাকছেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরাও।
চোটের কারণে খেলতে পারছেন না জাসপ্রিত বুমরাহ। পেস আক্রমণে তবু বেশ শক্তিশালীই ভারতের। তিন পেসার মোহাম্মদ শামি, উমেশ যাদব আর ইশান্ত শর্মা আছেন দুর্দান্ত ফর্মে।
১৪ নভেম্বর ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট শুরু বাংলাদেশ আর ভারতের। ২২ নভেম্বর থেকে ইডেন গার্ডেনে দ্বিতীয় টেস্ট।
ভারতের টেস্ট দল :
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, রিশাভ পান্ত।
সূত্রঃ জাগোনিউজ