আল মাহমুদ ভূট্টোঃ
গ্রামীণ তৃণমূল মহিলাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা তথ্য কেন্দ্রের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ঝিলংজা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জানারঘোনা বুলবুল আক্তারের বাড়ির উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ.এম মাহফুজুর রহমান।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে রিসোর্স পার্সন ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ ও কক্সবাজার জেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আজিম। বিশেষ অতিথি ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বুলবুল আক্তার, ঝিলংজা ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা জাইতুন নাহার, বিশিষ্ট সমাজ সেবক রহমত উল্লাহ, এলজিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. জামাল উদ্দিন, তথ্য কেন্দ্রের অফিস সহায়ক প্রদীপ কান্তি দে প্রমূখ। ।
কক্সবাজার সদর উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য সহকারী জেবুন্নেছা জামানের সঞ্চালনায় উঠান বৈঠকে অর্ধশতাধিক মহিলা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়- সরকার কর্তৃক গৃহীত রূপকল্প -২০২১, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১৬-২০২০) এবং এসডিজি’র লক্ষ্যমাত্রায় নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত। নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদান নি:সন্দেহে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘তথ্য আপা : ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পটি গৃহীত হয়। উপজেলা তথ্য কেন্দ্রের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতীয় মহিলা সংস্থা। এ প্রকল্পের মাধ্যমে প্রতিটি উপজেলায় তথ্য কেন্দ্রের মাধ্যমে তথ্য সেবা প্রদানের পাশাপাশি সেবা গ্রহীতার জন্য উঠান বৈঠক আয়োজন করে গ্রামীণ তৃণমূল মহিলাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে। গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিষয় তথা স্বাস্থ্যগত সমস্যা, বাল্য বিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবাসমূহ ই-কমার্স, স্কাইপি, ই-মেইল, ভিডিও কনফারেন্স ইত্যাদি সম্পর্কে অবহিত করা হয়ে থাকে